খাওয়ার ১০ থেকে ১২ দিন পর থেকে রেজাল্ট আসা শুরু করবে তবে কোলাজেন এমন ধরনের প্রোটিন যা মানবদেহের এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে। এটা ত্বকের লাবণ্য বৃদ্ধিতে তাছাড়া হাড়,পেশি,টেন্ডনস ও লিগামেন্টস গঠনে প্রচুর সহায়তা করে।বয়স বাড়ার সাথে সাথে প্রতি বছর আমাদের শরীরের কোলাজেন ১% করে কমে যায়। অনেক বেশি ভালো ফলাফল পেতে, কমে যাওয়া কোলাজেনের ঘাটতি মেটাতে এবং শরীরের কোলাজেন উৎপাদন ক্ষমতা বজায় রাখতে ৩ থেকে ৪ মাস খাওয়া উচিত।